Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিদেশ গমনেচ্ছুক কমীদের রেজিস্ট্রেশন।
বিস্তারিত

মালয়েশিয়ার পর এবার পৃথিবীর অন্যান্য দেশেও কর্মী পাঠানোর জন্য সারাদেশে নিবন্ধন শুরু করতে যাচ্ছে সরকার। ২২ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত সারাদেশে এই নিবন্ধন চলবে। বৃহস্পতিবার দুপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান। পৃথিবীর অন্যান্য দেশে কর্মী পাঠানোর জন্য ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন শুরু হবে। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে নিবন্ধন শুরু হবে ২৮ সেপ্টেম্বর। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন শুরু হবে ৪ অক্টোবর। শেষ হবে ১০ অক্টোবর। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের সব ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র, নগর তথ্য সেবাকেন্দ্র, পৌরসভা তথ্য সেবাকেন্দ্রে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য খরচ পড়বে ২৫০ টাকা। সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী দুই বছর পর্যন্ত এই নিবন্ধন তালিকা থেকে বিদেশে লোক পাঠানো হবে। তবে এই সময়ের মধ্যে ১৮ বছর পূর্ণ হলে যে কেউ যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। এর আগে গত জানুয়ারি মাসে মালয়েশিয়ার বনায়ন খাতে কর্মী পাঠানোর জন্য সারাদেশে নিবন্ধন করা হয়। ওই সময় প্রায় সাড়ে ১৪ লাখ বিদেশ গমনেচ্ছুক নিবন্ধন করেছিলেন। তাদের মধ্য থেকে প্রায় ৫শ কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। ওই তালিকার বাকিরা নতুন নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী।

 

 

 

বিস্তারিত জানতে আজই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করুন।

মোবাঃ ০১৭২৭৪৬২৪৬১

ই-মেইলঃ fahim_palash@yahoo.com

            palash.afs@hotmail.com

            palash.uisc@gmail.com

            fahimpalash@hotmail.com

ছবি
ডাউনলোড